রংপুরকে হারিয়ে জয়ের ধারায় কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

আগের দিন অপ্রত্যাশিতভাবে সিলেটের কাছে হারের পর গতকাল আবার জয়ের ধারায় ফিরেছে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই জায়ান্টের লড়াইয়ে রংপুর ৬ উইকেটে হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে। যদিও এই হারে রংপুরের অবস্থানের কোনো হেরফের হয়নি। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা এখনো শীর্ষে। অবশ্য কুমিল্লার এখনো সুযোগ রয়েছে তাদের ছুয়ে ফেলার। নিজেদের শেষ মাচে বরিশালকে হারাতে পারলে দু’দলেরই পয়েন্ট হবে সমান ১৮। তখন রান রেটের ভিত্তিতে নির্ধারিত হবে প্রথম দুটি অবস্থান। গতকাল টসে হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার কিংকে। দ্বিতীয় উইকেটে সাকিব এবং রনি মিলে যোগ করেন ২১ রান। ১৪ রান করে ফিরেন রনি তালুকদার। এরপর পরপর দুই ওভারে ফিরেন মেহেদী হাসান এবং নুরুল হাসান। ৩৯ রানে নেই ৪ উইকেট। ২৪ রান করে ফিরেন সাকিব। নিশামের ৪২ বলে অপরাজিত ৬৯ রানের উপর ভর করে ১৫০ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোয়িান্সের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেণ আন্দ্রে রাসেল এবং মুশফিক খান।

জবাব দিতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার লিটন দাশ এবং সুনিল নারিন যোগ করেন ৩৬ রান। এরপর সাকিবের জোড়া আঘাত। নিজের দ্বিতীয় ওভারের প্রথশ বলে ফেরান সুনিল নারিনকে। একবল পর তাওহিদ হৃদয়কেও ফেরান সাকিব। ৩৬ রানে দুই উইকেট হারানোর পর লিটন এবং মাহিদুল হাল ধরেন দলের। নিজের শেষ ওভারে বল করতে এসে আবার সাকিবের আঘাত। এবার তার শিকার লিটন দাশ, ফিরলেন ৪২ বলে ৪৩ রান করে। পরের ওভারে আরেক সেট ব্যাটার মাহিদুলকে ফেরান আবু হায়দার রনি। ২৯ বলে ৩৯ রান করেন তিনি। এরপর রংপুর বোলারদের উপর ঝড় বইয়ে দেন আন্দ্রে রাসেল। মাত্র ১২ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলে ১৫ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন রাসেল। ৪ চার এবং ৪টি ছক্কা মেরেছেন রাসেল। রংপুরের সাকিব নিয়েছেন ৩ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধজামানত সর্বোচ্চ ১ লাখ টাকা করতে চায় ইসি
পরবর্তী নিবন্ধবাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা একুশে ফেব্রুয়ারি : এম এ মালেক