রংধনু

এম. আবু বকর সিদ্দিক | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

রংধনু তুই নীল গগণে

করিস তো বেশ ঢং,

কে দিয়েছে তোর শরীরে

মনমাতানো রং।

 

তোর শরীরে সাতটি রং

লাল, বেগুনি, সবুজ,

আরো দেখি নীল, কমলা

আকাশি আর হলুদ।

 

নীল গগনে তুই যেন এক

সপ্তরঙের সাঁকো,

রূপসী তোর রূপের বাহার

ভুলতে পারি নাকো।

 

তুই যেন এক নববধূ

মন মতানো ছবি,

রূপ দেখে তোর দূর আকাশে

মুচকি হাসে রবি।

পূর্ববর্তী নিবন্ধখোলস পাল্টানো কেউটে সাপ
পরবর্তী নিবন্ধঝপাং ঝপাং ঝাঁপ