দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রাম জেলা এবং নগরীর বিভিন্ন স্থানে গত মধ্যরাত থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক উদ্ধার এবং দুস্কৃতকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এ অভিযানের প্রধান লক্ষ্য।
গতরাতে নগরীর আকবর শাহ থানাধীন আমিন কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সেখান থেকে দেশীয় অস্ত্র, জাল টাকা, মোবাইল, ল্যাপটপসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে বলে সূত্র জানিয়েছে। অভিযানে কয়েকজন মাদক ব্যবসায়ীকেও আটকের খবর পাওয়া গেছে। অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর মেজর ফেরদৌস বলেন, আমরা দেশিয় কিছু অস্ত্র, মাদকদ্রব্য সেবনের কিছু সরাঞ্জাম, কিছু চোরাইকৃত মোবাইল ফোন, ইলেক্ট্রনিঙ ডিভাইস, ল্যাপটপ এবং পাঁচশ ও এক হাজার টাকার কিছু জাল নোট উদ্ধার করি।
গতকাল অস্ত্র উদ্ধারে আজ বুধবার থেকে অভিযান শুরু করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ (মঙ্গলবার)। লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। একইসাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এরসাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে।