সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, যৌতুক ও মাদক আজ জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক কুসংস্কার ও অবক্ষয় প্রবণতা থেকে বাঁচতে হলে জাতীয় জাগরণ ও সম্মিলিত সচেতনতা জরুরি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে যৌতুক ও মাদকের গ্লানি থেকে নিস্কৃতি মিলবে বলে আশা করা যায়। এ ধরণের গণমুখী উদ্যোগ নেয়ায় তিনি আল্লামা নূরীকে ধন্যবাদ জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। গতকাল রোববার আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আগামী ৬ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশ এবং আন্দোলনের ১ যুগ পূর্তিতে বর্ণাঢ্য র্যালির সফলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আকবর হোসেন খোকন, মুহাম্মদ আব্দুল গফুর, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ সিরাজ, শায়ের মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুহাম্মদ মিশকাতুল কাদের নিশাত প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি।