যৌতুকের মামলায় পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

যৌতুক চেয়ে না পেয়ে মারধর করা হয়েছে এমন অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই পুলিশ সদস্যের নাম সঞ্জয় চৌধুরী ওরফে তন্ময় ওরফে আবির চৌধুরী। তিনি কক্সবাজারে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কনস্টেবল পদে কর্মরত আছেন। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আদালতের বেঞ্চ সহকারী নুরে খোদা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা দায়ের করলে বিচারক তা আমলে নেন এবং সমন ইস্যু করেন। কিন্তু সঞ্জয় চৌধুরী হাজির না হওয়ায় আদালত আজকে (গতকাল) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালত সূত্র জানায়, গত ১৯ জুলাই কোতোয়ালীর বাসিন্দা বাদী ইমা বসু তার স্বামী সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়, ২০১৮ সালে সঞ্জয়ের সাথে ইমার পরিচয়, একপর্যায়ে প্রেম ও বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে পাঁচ লাখ টাকা যৌতুক চেয়েছেন সঞ্জয়। অপরাগতা প্রকাশ করলে মারধর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধহালদার রাউজান অংশে নির্মাণ হবে বেড়িবাঁধ