যোগ্য নাগরিক গড়ে তুলতে শিক্ষকরাই ভূমিকা পালন করে

হাটহাজারীতে শিক্ষক সমিতির সম্মেলনে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৫৫ পূর্বাহ্ণ

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, দেশের ভবিষ্যত নাগরিকদের যোগ্য হিসাবে গড়ে তুলতে শিক্ষকেরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। সরকার স্মার্ট দেশ বিনির্মানে শিক্ষকদের উৎসাহিত করতে নানামূখী উদ্যোগ গ্রহন করেছেন। বর্তমান সরকারের সময়ে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মিত হয়েছে। শিক্ষকেরা আন্তরিক হলেই সরকারের গৃহীত কর্মসূচি সহজে বাস্তবায়িত হবে। তিনি গতকাল শনিবার ফতেয়াবাদ আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক সমিতি হাটহাজারী শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মো. ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রণজিৎ কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান। অতিথি ছিলেন শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক শিমুল কান্তি মহাজন, উত্তর জেলার সহ সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন, এমরান হোসেন। শিক্ষক মো. সেলিম উদ্দিন ও মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মো. মকছুদুল করিম।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি, আজ বৈঠক
পরবর্তী নিবন্ধসুন্দর সমাজ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট