যেভাবে প্রতারণা করছিল রিফাত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

পাওনা ছিল ২৯ লাখ টাকা। কখনো ডিজিএফআই, কখনো এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয়ধারী অপরাধী মো. রিফাত (২৩) বাদী ফজলে করিমকে বলে তাদের টিমকে দশ লাখ টাকা দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।

বাদীর সন্দেহ হলে তিনি কৌশলে এনএসআই ও কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। তারা নগরীর হোটেল সোবহানের চতুর্থ তলায় জিআর এক্সপ্রো ইন্টারন্যাশনাল অফিস থেকে তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির আজাদীকে বলেন, প্রতারক রিফাত দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করছিল। বাদী ফজলে করিমকেও সে ফাঁদে ফেলতে চেয়েছিল। কিন্তু রিফাত যে প্রতারণা করতে চাইছে তা ধরতে পেরে এনএসআইয়ের সাথে যোগাযোগ করে। তারা কোতোয়ালি থানা পুলিশকে ইনফর্ম করলে আমরাসহ গিয়ে রিফাতকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমামলা অবশেষে পিবিআইতে
পরবর্তী নিবন্ধশিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়