সীতাকুণ্ডে ছিনতাইকারী চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারী এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ চক্রের সদস্যরা স্মাটকার্ড বিতরণকালে লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। গ্রেপ্তার ছয় নারী ছিনতাইকারীকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা হলেন– রাফিয়া বেগক (৫০), আসমা আক্তার (২৫), রিপা আক্তার (৩০), খাইরুন নেসা (৩২), ফতুয়া বেগম (৪০) ও মর্জিনা বেগম (৩০)। সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর্মন্ডল এলাকায়। জানা গেছে, সোমবার দুপুরে ভাটিয়ারী এলকায় একটি বাস কাউন্টারে এক মহিলা যাত্রীকে ঘিরে কৌশলে ওই মহিলার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে প্রথমে দুই নারীকে আটক করা হয়। একই সময়ে আরও কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নারী ছিনতাইকারী চক্রের আরও চার সদস্যকে আটক করেন স্থানীয়রা। পরে আটকদের ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, গত ৯ জুন হতে ভাটিয়ারীতে স্মার্ট কার্ড বিতরণকালে লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের গলা থেকে চেইন ছিনতাই করে। এরা সবাই ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারে। আটক ছয় নারী ছিনতাইকারীকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।