স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কিনা তা এখনো স্পষ্ট নয়। আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে গতকাল সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের বহু মামলায় নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা অনেকবার বলেছি। আমরা বলেছি, শুধু দুষ্কৃতিকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায়; কোনো একটা নিরীহ লোক যেন ভোগান্তির শিকার না হয়। খবর বিডিনিউজের।
সাংবাদিক প্রশ্ন রাখেন, তাহলে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো কেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারব না; এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন?
বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় রোববার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। গতকাল সকালে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
এক সাংবাদিক জানতে চান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাহলে তাকে কেন আটকানো হলো? জবাবে জাহাঙ্গীর বলেন, বিদেশযাত্রার ক্ষেত্রে একটা পলিসি আছে। ওই পলিসির মধ্যে যারা পড়ে, তাদের আটকানো হয়।