যেকোন দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

তানজিম হাসান সাকিব, বাংলাদেশ দলের উদীয়মান তারকা। অনূর্ধ্ব১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এবার স্বপ্ন বুনছেন বড়দের হয়ে বিশ্বকাপে ভালো কিছু করার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তানজিম সাকিব জানালেন তার লক্ষ্য, পরিকল্পনা এবং দল নিয়ে প্রত্যাশার কথা। এর আগে ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। এবার টিটোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায়। বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিম সাকিব বলেন প্রত্যেক ক্রিকেটারেরই একটা স্বপ্ন থাকে যে, নিজের দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে। দেশের প্রতিনিধিত্ব করবে। এটা অবশ্যই একটা স্বপ্ন। বিশ্বকাপ স্কোয়াডে আমি আছি এটা অবশ্যই একটা স্বপ্নের মতো। আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন সেই স্বপ্ন কবে থেকে দেখা শুরু? তেমন প্রশ্নের জবাবে সাকিব বলেণ এটা শুরু থেকেই ছিল। যখন অনূর্ধ্ব১৯ খেলি, তখন থেকেই লক্ষ্য ছিল যে আন্তর্জাতিক ক্রিকেট খেলব। কখনও আমার আত্মবিশ্বাস কম কাজ করেনি যে, আমি আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আমি এভাবেই নিজেকে প্রস্তুত করেছিল আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যে আমার ওখানে গিয়ে ভাল করতে হবে।

তানজিম সাকিবের উচ্চতা অন্য পেসারদের মতো নয়। সেই চ্যালেঞ্জটা কিভাবে উৎরে গেছেন, জানিয়ে তানজিম সাকিব বলেন, পেস বোলার হিসেবে আমার উচ্চতা ছয় ফুট না। সে হিসেবে আমার অবশ্যই আলাদা স্কিল থাকা লাগবে। চেষ্টা করি বল স্কিড করানোর জন্য। যাতে ব্যাটসম্যানদের খেলতে কষ্ট হয়। বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে এই পেসার বলেন বিশ্বকাপ সবসময়ই রোমাঞ্চকর। সবাই ওখানে টার্গেট করে রাখে । আমি বিশ্বকাপে খেলব। যাতে ওখানে আমি নিজের সেরাটা দিয়ে দেশকে কিছু দিতে পারি। আমারও এটাই ইচ্ছা থাকবে, যদি আমি সুযোগ পাই যাতে আমার পারফরম্যান্সের মাধ্যমে দল জয় লাভ করে । সেটাই আমার লক্ষ্য থাকবে। দলে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন। যিনি আসলে বিশ্ব ক্রিকেটেই বড় তারকা। সাকিবের কাছ থেকে কী শিখেছেন বা শিখছেন? সাকিব ভাইয়ের মেন্টাল যে টাফনেস আছে, সেটা আনার চেষ্টা করব। আমার সবসময় ভালো লাগে যে উনি সবসময় মেন্টালি টাফ থাকে। যে কোনো পরিস্থিতিকে খুবই শান্তভাবে হ্যান্ডেল করতে পারে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। সবশেষে দল নিয়ে প্রত্যাশার কথা জানাতে গিয়ে সাকিব বলেন, ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারলে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে। তিনি খুবই আত্মবিশ্বাসী দল নিয়ে। আমাদের দল মানসিকভাবে খুব শক্তিশালী আছে। আমরা চাইলে যে কোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, কোনো দল আমাদের সামনে ব্যাপার না । আমরা যে কোনো দলকে হারানোর মতো সক্ষমতা রাখি।

পূর্ববর্তী নিবন্ধটাইগার্সের ক্যাম্প যেন দ্বিতীয় জাতীয় দল
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধার শ্রেষ্ঠত্বে শেষ হলো প্রথম বিভাগ দাবা লিগ