কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে পৃথক প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। গতকাল শনিবার এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত নগর বিএনপির প্রস্তুতি সভা থেকে নয়দিন ব্যাপি কর্মসূচির শিডিউল ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
শিডিউল অনুযায়ী, আগামীকাল সোমবার কোতোয়ালী থানায় কর্মসূচি পালিত হবে। এছাড়া ২৩ আগস্ট বায়েজিদ ও খুলশী থানা, ২৪ আগস্ট চান্দগাঁও ও সদরঘাট থানা, ২৫ আগস্ট বাকলিয়া ও হালিশহর থানা, ২৬ আগস্ট পাহাড়তলী ও চকবাজার থানা, ২৭ আগস্ট পাঁচলাইশ ও বন্দর থানা, ২৮ আগস্ট ইপিজেড ও আকবর শাহ থানা, ২৯ আগস্ট ডবলমুরিং ও পতেঙ্গা থানায় কর্মসূচি পালিত হবে। সভা থেকে ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সময়সূচিও ঘোষণা করা হয়।
প্রস্তুতি সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট করে দেশের মানুষের পেটে হাত দিয়ে দিয়েছে। সমস্ত জিনিসপত্রের দাম তিন চার-গুণ বেড়ে গেছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কথা এখন বলা হচ্ছে। কিন্তু আগে থেকে কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি? তেলের দাম এখন আবার কমতে শুরু করেছে। কিন্তু এখনো সরকার তেলের দাম কমাচ্ছে না। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার যাওয়ার আগে বলে গেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সমস্ত প্রমাণ পাওয়া গেছে এবং এর বিচার করা দরকার। এতে গুম ও মানবাধিকার হরণের প্রসঙ্গ আসায় সরকারের মাথা ঘুরে গেছে। এখন তথ্যমন্ত্রী আবার হাইকমিশনারকে সবক দিচ্ছেন।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহিলা দলের মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী।
দক্ষিণ জেলা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সর্বমহলে চরম অস্থিরতা বিরাজ করছে। পরিবহন ভাড়ার ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সর্বস্তরের মানুষ খুবই কঠিন দিনযাপন করছে। এমন পরিস্থিতিতে বিএনপি ঘোষিত যুগোপযোগী এ কর্মসূচি নিজেদের জীবন বাজি রেখে সফল করতেই হবে। আবু সুফিয়ান বলেন, কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল হবেই ইনশাআল্লাহ। প্রতিদিন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ২২ আগস্ট থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সভা, সমাবেশ, মিছিল অব্যাহত থাকবে।
বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক, চন্দনাইশ বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, আবদুল গাফফার চৌধুরী, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. ইসহাক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজান, জেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ সাইফুদ্দিন, এডভোকেট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহিদুল আলম শহিদ।
উত্তর জেলা বিএনপি : উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সঞ্চালনায় উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে ৩০ আগস্ট পর্যন্ত উত্তর জেলার আওতাভুক্ত ৭টি থানা, ৯টি পৌরসভা, পৌরসভার ১টি ওয়ার্ডে এবং উপজেলায় ১টি ইউনিয়নে অবশ্যই মিছিল ও মিটিং করতে হবে। প্রত্যেক উপজেলা ও পৌরসভার মিটিংয়ে ১১টি অঙ্গসংগঠনের প্রত্যেক নেতাকর্মী সাধারণ জনগণকে সাথে নিয়ে সুশৃঙ্খলভাবে সমাবেশ করবেন। জেলা ও থানার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অবশ্যই সমাবেশে উপস্থিত থাকতে হবে। কর্মসূচির তারিখ ও স্থান নির্ধারণ করে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতার সাথে সর্বদা যোগাযোগ রাখতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, ছালাউদ্দিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী মো. সালাউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম উদ্দিন চেয়ারম্যান, মো. আজম খান, শহিদুল ইসলাম চৌধুরী, শওকত আলী নুর, আনোয়ার হোসেন, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমদ হাসনাত, ডা. রফিকুল আলম চৌধুরী, আবু জাফর চৌধুরী, হাসান মাহমুদ জসিম, আলমগীর হোসেন ঠাকুর প্রমুখ।












