যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

পটিয়ার জিরি কোটরপাড়ায় শিকলবাহা খালের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। তিনি শনিবার উপজেলার জিরি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপবিভাগীয় প্রকৌশলী অপু দেবকে এ নির্দেশ দেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত কোটরপাড়া জামে মসজিদ সড়ক দ্রুত সংস্কার এবং এলাকায় সুপেয় পানির জন্য কমিউনিটি গভীর নলকূপ বসানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপবিভাগীয় প্রকৌশলী অপু দেব, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা এম এজাজ চৌধুরী, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, ইউনিয়ন আ.লীগ সভাপতি আজিমুল হকসহ স্থানীয় নেতাকর্মী। পরে উপজেলার জিরি ও কোলাগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এসময় হুইপ বলেন, যেকোনো দুর্যোগে সব সময় জনগণের পাশে থাকে আওয়ামী লীগ। শেখ হাসিনার নির্দেশে দলের নেতাকর্মীরা সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রশাসন ও সমাজের বিত্তবানরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে