যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় এবং যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট চট্টগ্রামের উদ্যোগে গত ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মেহেদী হাসান, ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. হোছাইনুল আবেদীন এবং শাহাদত কবির। এছাড়াও চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যপরিষদ সদস্য মহিসিন উদ্দিন ফয়সাল, এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য এবং দুর্যোগ ও মানবিক সাড়াপ্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। কর্মসূচিতে ২০ জন আগ্রহী যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে দক্ষ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা। প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা, আধুনিক উদ্ধার কৌশল, এবং সংকটকালীন পরিস্থিতিতে করণীয় পদক্ষেপসমূহ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। যুব রেড ক্রিসেন্ট, সরকারি সিটি কলেজ ইউনিট ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আরও সুসংগঠিত ও দক্ষ স্বেচ্ছাসেবক দল গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।