যুব রেড ক্রিসেন্ট প্লাটফর্ম তৈরি করছে প্রকৃত মানুষ

দলনেতা সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী

| রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠতে প্রয়োজন মানবসেবা। আপনারা যে রেড ক্রিসেন্ট প্লাটফর্মে রয়েছেন সেটির মাধ্যমে আপনার যোগ্য এবং প্রকৃত মানুষে রূপান্তরিত হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় সহশিক্ষা কার্যক্রম হিসেবে রেড ক্রিসেন্ট কার্যক্রম প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। রেড ক্রিসেন্টের প্রত্যেকটি কার্যক্রম হচ্ছে সুশৃঙ্খল, সুস্পৃষ্ট। মানবতার সেবায় ব্রত নিয়ে যে স্কুল বা কলেজ জীবন থেকে আপনারা কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। রেড ক্রিসেন্ট কার্যক্রম বাস্তবায়ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে যে ফাণ্ড রয়েছে সেটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। গত শুক্রবার দিনব্যাপী সার্কিট হাউজ কনফারেন্স হলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট পৃষ্ঠপোষকতায় ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে ২০ তম যুব রেড ক্রিসেন্ট শিক্ষা প্রতিষ্ঠান দলনেতা সম্মেলনে ২০২২ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. আসলাম খান, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উপ যুব প্রধান-১ জনি চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দীন, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল। উক্ত অনুষ্ঠান চট্টগ্রাম জেলা ও সিটি আওতাধীন ২২০টি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান হতে দলনেতারা অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির একাডেমিক কাউন্সিলের ৫ম সভা
পরবর্তী নিবন্ধআজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়কে পরিণত হবে