বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে শহীদ রাসেল আহমেদ খান স্মরণে এক সভা নগরীর নিউমার্কেট মোড়স্থ দোস্ত বিল্ডিং কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি ডা. মো. মহসিন। শহীদ রাসেল স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, যুব নেতা পারভেজ রায়হান, বাংলাদেশ ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। তারপরও আমরা আদর্শ ও চেতনা থেকে এক বিন্দুও সরবোনা। শহীদ রাসেলের চেতনা বাস্তবায়ন করতে হলে সাধারণ শান্তি প্রিয় জনগণকে সাথে নিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরূদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।