যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজাদী ডেস্ক | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

দক্ষিণ জেলা যুব মহিলা লীগ : গতকাল বিকেল ৪টায় দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা নগরীর আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামেলা খানম রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য দিলরুবা শিরিন, সদস্য দীপু সেন, নীলুফার জাহান, এডভোকেট পাইরিন আক্তার, এডভোকেট শারমিন ইয়াছমিন নিশু, জগদা চৌধুরী সুপ্রিয়া, আয়েশা সিদ্দিকা রুমি, কামরুন্নাহার, হাসিনাতুল তাসকিন, সুমি দে সাথী, এডভোকেট উমা দাশ, এডভোকেট আয়েশা হেভেন প্রমুখ।

লালখান বাজার ওয়ার্ড : চট্টগ্রাম মহানগরের সদস্য জিন্নাত সুলতানা ঝুমার উদ্যোগে ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি দিদারুল আলম মাসুম। এ সময় উপস্থিত ছিলেন ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম বাবু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আজমল হোসেন হিরু, যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, নাজমা সুলতানা নুপুর, জাহানারা বেগম, মনি ইসলাম, রোকসানা সেলিম, বকুল বেগম, শারমিন নাদিয়া. মো শামীম আহসান প্রমুখ।

রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কনফারেন্স হলে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বৃষকেতু চাকমা। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল হক, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা আক্তার জাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা কৃষক লীগের সভাপতি উদয় শংকর চাকমা প্রমুখ প্রমুখ বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধহাজারী লেইনে আগরবাতির দোকানে আগুন