যুবলীগ নেতাকে জুতার মালা পরিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে পুলিশে সোপর্দ

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

রাউজানে এক যুবলীগ নেতাকে ধরে পিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় একদল যুবক। গত শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা আয়েশা বিবি বাড়ির সামনে। মো. ফোরকান (৪৮) নামে ওই ব্যক্তি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। স্থানীয়রা বলেছেন ফোরকান এতদিন আত্মগোপনে ছিল। গত শুক্রবার বাড়িতে আসেন। রাতে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এলে কয়েকজন কিশোর, যুবক তাকে ধরে ফেলে। তাকে তার অতীত কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে বলে ‘তুই আওয়ামী লীগের ক্যাডার, সন্ত্রাসী’। আওয়ামী লীগের ক্ষমতার দাপটে তুই অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ অনেকের ওপর নির্যাতন করেছিস। এ সময় আক্রমণকারীরা তাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়। এর পর জুতার মালা গলায় পরিয়ে পথঘাটে হাঁটতে বাধ্য করে। পরে পুলিশের হাতে সোপর্দ করে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনা প্রসঙ্গে বলেন, খবর পেয়ে ফোরকানকে হেফাজতে নিয়েছে পুলিশ। থানার রেকর্ডে তার নামে মুনিরিয়া তবলীগের কার্যালয় ভাঙচুরসহ অপর একটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইভীকে আরো ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো
পরবর্তী নিবন্ধশাহসুফি সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভান্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ ২৬ মে