যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, দোকান ভাঙচুর

২ নং গেটে ফুটপাতের দোকানে চাঁদাবাজি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন ২নং গেট এলাকায় ফুটপাতে ভাসমান দোকান দখলবেদখল নিয়ে গতকাল রাতে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৮/৯টি দোকান ভাঙচুর করে হামলাকারীরা। গতকাল সোমবার রাত আটটার দিকে এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা রাতে আজাদীতে ফোন করে জানায়, দীর্ঘদিন থেকে

ষোলশহর ২নং গেট এলাকায় রেল লাইন ঘেষে স্থানীয় যুবলীগের তিনটি গ্রুপ ৩৫ থেকে ৪০টি ভাসমান দোকান গড়ে তুলেছে। গতকাল সন্ধ্যায় সোহান নামে এক দোকানদারকে সরিয়ে আরেকজনকে দখল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে যুবলীগের এই গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮/৯টি দোকান ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী এবং বেশ কয়েকজন দোকানদার জানান, প্রতিটি দোকান থেকে এক হাজার টাকা করে চাঁদা তুলে তারা। গতকাল ১২শ টাকা পাওয়ায় সোহান নামের এক জনের দোকানটি অন্য জনকে দখল দেওয়ার চেষ্টা করলে এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান এসব অবৈধ দোকান থেকে প্রতিদিন চাঁদা তুলে যুবলীগের তিন গ্রুপের তৈয়ব হোসেন রুবেল, শেখ শাহীন ও সোলায়মান বাদশার অনুসারীরা। ফুটপাতের এই অবৈধ দোকানের ভাড়া বাণিজ্য নিয়ে প্রায় সময় যুবলীগের এই তিন গ্রুপের অনুসারীদের মধ্যে মারামারিদখলবেদখল লেগেই থাকে।

ফুটপাতের দোকানের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবালিয়াড়ির ১০ ফুট নিচে সুপেয় পানি
পরবর্তী নিবন্ধভাইভা দিতে আসা শিক্ষক প্রার্থীকে ছাত্রলীগ কর্মীদের মারধর