যুবদের যেকোনো আইডিয়া পরিবর্তন আনতে পারে সারা বিশ্বে

যুব উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যালায়েন্স অব ইয়ুথের দিনব্যাপী যুব উৎসব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইপসার ইয়ুথ ফোকাল আবদুস সবুরের সভাপতিত্বে ও প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। উৎসবের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, সমাজকর্মী মুহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক প্রজেষ কুমার সাহা, ইপসার প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আকতার। পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন। যুব উৎসবের ৭টি সেশনে বক্তব্য রাখেন জিকু চৌধুরী,কায়েস মোহাম্মদ সাইফুল্লাহ, সোহেল হোসেন মুন্না, কাওসার বিন সরোয়ার, ডা. মহিন উদ্দিন লিটন, এ এন এম তামজিদ, মো. শাহাদাত হোসাইন, মো. আফিফ ইব্রাহীম মজুমদার, জান্নাত আনিকা। এ বছর স্বেচ্ছাসেবা, যুব ও নারী কার্যক্রম, শিক্ষা ও সংস্কৃতি, বিতর্ক, জলবায়ু পরিবর্তন রোধ পাঁচটি ক্যাটাগরিতে সাতটি সংগঠনকে সংগঠন সম্মাননা ২০২৩ প্রদান করা হয়। উপস্থিত বক্তৃতা পর্বে প্রথম নির্বাচিত হয় ইসডা, দ্বিতীয় চবি পরিবেশ সংসদ। কথামালা পর্বে বক্তারা বলেন, আমাদের আগামী প্রজন্মকে জ্ঞানে মেধায় মননে শাণিত করে তুলতে যুবদের ভূমিকা অপরিসীম। যুবদের যেকোনো আইডিয়া, যেকোনো উদ্যোগ, শুধু একটি নির্দিষ্ট দেশের জন্যই নয়, সেটি পরিবর্তন আনতে পারে সারা বিশ্বে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নি স্মরণসভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সওজের জায়গা দখল করে দোকান নির্মাণ