যুবদল নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি উঠেছে। চট্টগ্রামের নাগরিক ঐক্য সমাজের ব্যানারে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র, যুব ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী ও পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বাদশার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং সংগঠনের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ। যারা মাঠের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের অবমূল্যায়ন করা হলে তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়বে। বাদশার বহিষ্কার আদেশ দলীয় ঐক্যের জন্য হুমকি তৈরি করেছে বলেও দাবি করা হয়।

উল্লেখ্য, গত ১২ জুলাই এমদাদুল হক বাদশাকে বহিষ্কার করে কেন্দ্র। ‘দখলবাজি ও চাঁদাবাজি’র এ বহিষ্কারাদেশ দেয়ার কথা জানায় কেন্দ্রীয় যুবদল। তবে বাদশা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

তার দাবি, সামনে নগর যুবদলের কমিটি ঘোষণা করা হবে। এতে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী। কমিটি গঠনের আগে তাকে ষড়যন্ত্র করে বহিষ্কার করা হয়। চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে তার স্বপক্ষে প্রমাণ দিতে না পারলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে গতকাল অনুষ্ঠিত মানবন্ধনে উপস্থিত ছিলেন আমিনুর রহমান, মোহাম্মদ ফরিদ, মজিবদৌবুল্লা মোহাম্মদ আবছার, আবুল হোসেন, মোঃ মঞ্জুর, মোঃ মনসুর, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলতাফ, মাহবুব আলম, মোহাম্মদ ইয়াকুব, জাহেদুল হক, নেজাম উদ্দীন, মোহাম্মদ শাহাজাহান, আবদুল হামিদ, সাহাবুদ্দিন, মোহাম্মদ আজিম, ইমাম উদ্দিন, মোহাম্মদ সফি, মোঃ মুজিব, ইয়ার মোহাম্মদ, হারাধন দাস, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ হাকিম, মোহাম্মদ আলী, মোঃ হান্নান, শাহ আলম, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ ইদ্রিস মোঃ জসিম, আবদুল্লাহ আল মামুন জিতু, সাব্বির ইসলাম ফারুক, ইসমাইল হোসেন লেদু, মোহাম্মদ সেলিম, মোঃ হাসান, আব্দুল জলিল, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, সালাউদ্দিন কাদের আসাদ, রিজিয়া বেগম মুন্নি, কামরুন্নেছা, নাজমা বেগম, নাসরিন আক্তার, কানিজ ফাতেমা মিতা, মোহাম্মদ হোসেন, শারমিনা সিদ্দিকা মুনমুন, তানিয়া আক্তার, সেলিনা হক আরজু, তারিন, জুলি আক্তার, আঞ্জুমান আরা বেগম, শাহিন আক্তার, মনোয়ারা সুলতানা, রিপা সুলতানা মৌ, মমতাজ বেগম, তাসমিনা হক মিম, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ মুরাদ, মোহাম্মদ ফরিদ, জাবেদ মুস্তাফা, প্রসুন কান্তি নাগ, মোহাম্মদ আলী, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ আলী, সিরাজ খান রাজু জাবেদুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু