নগরীর এক কিলোমিটার এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের একটি মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মো. আয়াছ নামের ওই যুবক কঙবাজারের টেকনাফ উপজেলার নতুন বাহারছড়া এলাকার মো. আবুল কালামের ছেলে।
গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এই রায় ঘোষণা করেন। এ সময় মো. আয়াছ কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৪ মে এক কিলোমিটারের যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে থেকে আয়াছকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় আয়াছের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই বছরের ২৮ জুলাই তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০২২ সালের ৬ মার্চ তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।