যুবকদের বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে

সাতকানিয়ায় শাহজাহান চৌধুরী

| বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, যুবকদের বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে। তাদের বলবো অন্যায় করবেন না, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সাথে জড়াবেন না এসব করা হারাম। তিনি বলেন, ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য আর রাজনীতি নয়, দলাদলি নয়, মারামারি হিংসা বিদ্বেষ বিভেদ নয়। ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ইনসাফ বৈষম্যহীন ইসলামী স্টেট কায়েম করতে হবে। চট্টগ্রাম ১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী গতকাল বুধবার সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া হাজীর পাড়া, চন্দন পাড়া, মাইজ পাড়া, মুহুরী পাড়া, সিকদার বাড়ি এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সদর ইউনিয়নের আমির মাওলানা মাহমুদুল হক, সদর ইউনিয়নের নায়েবে আমির হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ সোলাইমান কাদের, মাওলানা হোসেন সোহেল, রিদওয়ানুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি স্কুলে ভর্তিতে বয়স নিয়ে নীতিমালা সংশোধন
পরবর্তী নিবন্ধউত্তর নালাপাড়ায় দারুন নাজাত মহিলা মাদ্রাসায় মাহফিল