যুবকদের উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে

সংবর্ধনায় ড. ইফতেখার উদ্দীন

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

মহানগর যুব সংগঠনসমুহের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালি ইউনিট শাখার যুব বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দীন জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও স্বদেশ যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সৈকত ২০১৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ায় যুব গণসংবর্ধনা গতকাল সোমবার চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ড. প্রজেষ কুমার সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ এর সাবেক পরিচালক মো. সাইফুল্লাহ মনসুর, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আলী সিকদার, পূর্বার সভাপতি সনাতন চক্রবর্তী বিজয়। কামরাবাদ যুব সংঘের সভাপতি মুহাম্মদ আনিসুর রহমান মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. জামাল উদ্দীন, মো. ইদ্রিস, শফিউল বশর বিশ্বাস, মো. হাসান, সাবেকুন্নাহার ঋতু, মো. আবু জাহেদ, মো. জিয়াউদ্দীন জিয়া, স্বর্ণা আকতার, এলাহী ফয়সাল, আমজাদুল হক কায়েস। প্রধান অতিথি বলেন বিশ্ব সমাজে ঠিকে থাকতে হলে যুবদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আরো বেশি নিয়োজিত করতে হবে। যুব সমাজকে আত্নপ্রত্যয়ী ও আত্নবিশ্বাসের মাধ্যমে নিজেদেরকে স্ব স্ব পেশায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যুবকরাই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি সকলকে শৃঙ্খলাবোধ ও আত্নবিশ্বাসের উপর জোর দেওয়ার আহবান জানান। সংবর্ধিত অতিথি মোহাম্মদ জাহান উদ্দীন বলেন, সরকার যুবকদের আত্নকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাপক কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতা রক্ষায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ বাড়ছে
পরবর্তী নিবন্ধশিক্ষার উন্নয়নে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করছে