দুই সপ্তাহ ধরে লড়াই চলার পর মানবিক কারণে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। রাশিয়ার মধ্যস্ততায় দুই দেশের মধ্যে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিতর্কিত অঞ্চল নাগর্নো-কারাবাখ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে কয়েকশ লোকের প্রাণহানী ঘটে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় মস্কোতে বৈঠকে বসেন দুই দেশের নেতারা। সেই বৈঠকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাশিয়ার মধ্যস্থতায় দেশটির রাজধানী মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠক চলে প্রায় দশ ঘণ্টা। সের্গেই ল্যাভরভ বলেন, দুই দেশ এখন আলোচনা শুরু করবে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে ৩শ’র বেশি মানুষ। গৃহহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে হাজার।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছিল। শুক্রবার শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান।