যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত, কিয়েভের প্রত্যাখ্যান

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং মস্কোর দাবিকৃত চারটি প্রদেশের সব ভূখণ্ড হস্তান্তরে রাজি হয় তাহলে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া। যুদ্ধ বন্ধে শুক্রবার পুতিনের দেওয়া শর্ত দ্রুত প্রত্যাখ্যান করে কিয়েভ বলেছে, এইসব শর্ত মানা আত্মসমর্পণের শামিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে একটি শান্তি সম্মেলন শুরুর আগে পুতিন যুদ্ধ বন্ধে এসব শর্ত হাজির করেছেন। খবর বিডিনিউজের।

সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো না হলেও এটিকে শান্তি সম্মেলন নাম দেওয়া হয়েছে। ইউক্রেন বলছে, শান্তি তখনই আসবে যখন তাদের ভূখণ্ড থেকে রাশিয়া তাদের সব সেনা প্রত্যাহার করবে এবং ১৯৯১ এর সোভিয়েত পরবর্তী সীমান্ত পুনর্বহাল করা হবে। কিন্তু শান্তির জন্য পুতিন যেসব শর্ত দিয়েছেন তা ইউক্রেনের ওইসব দাবির সঙ্গে সাংঘর্ষিক। পুতিন যুদ্ধ শেষ করার জন্য সর্বোচ্চ শর্তই আরোপ করেছেন যা যুদ্ধে মস্কো ভালো অবস্থানের থাকায় ক্রিমলিনের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ শুরু করে। ওই সময় থেকেই পুতিন ইউক্রেনকে অসামরিকীকরণের দাবি জানিয়ে আসছেন যা এখনো অপরিবর্তিত রয়েছে। পুতিন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও শান্তি চুক্তির অংশ হতে হবে। ইউক্রেনকে নাৎসিমুক্ত করার দাবিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।পুতিনের এসব দাবিকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন।

পূর্ববর্তী নিবন্ধবাইডেনকে বুড়ো বললেন ৭৮ বছরের ট্রাম্প
পরবর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের