যুদ্ধ নয় শান্তি চাই

নাহিদ সুলতানা | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

মৃত্যুর মেঘে ছেয়ে গেছে আকাশ,

বৃষ্টিভেজা রক্তের ছোবল

বিশ্বের বুকে চালিয়ে দিলো কোন ধ্বংসের লাঙল?

ক্ষমতার লালসায় মানুষ কেন হয়ে গেছে এত পাগল?

পরিণামে হিংসার যুদ্ধে ভাসছে মৃত্যুর হিমশীতল জল।

ধ্বংসের খেলায় নেমেছে এ বিশ্ব জীবনের

নেই কোনো দাম

বুলেটবোমায় ছাই হলো কত স্বপ্নজাগরণের সোপান।

অরণ্যের ঠোঁট থেকে ছিনতাই হয়েছে ভালোবাসার তান

রূপালি জোছনাবীণা গায় দুর্বোধ্য মৃত্যুর গান।

বিবেক, মানবতা বন্দি হয়েছে ভয়ঙ্কর লোভের খাঁচায়

মুমূর্ষু শয্যায় পঙ্গু মনুষ্যত্ব মৃত্যুর প্রহর গুণে রোজনামচায়

চাই না আর কোনো যুদ্ধ, বদলে যাক মৃত্যুর এ উপখ্যান

মানুষে মানুষে দূরত্বের ক্ষত মুছে একীভূত হোক প্রাণ

শান দেওয়া অস্ত্র ফেলে মানবতার চাষ হোক

যুদ্ধের দামামা বন্ধ হয়ে প্রেমের বাঁশি বাজুক

ফুলের সৌরভে আকুল হোক মানবিক বাগান

রৌদ্রোজ্জ্বল বাতাসে প্লাবিত হোক শান্তির স্লোগান

যুদ্ধ নয় শান্তি চাই মানবিক পৃথিবী চাই।

পূর্ববর্তী নিবন্ধআজাদ রহমান : কিংবদন্তী সংগীত গুরু
পরবর্তী নিবন্ধদ্বিচারিণী