যুদ্ধবিরতির দুদিনের মাথায় ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

সোয়া এক বছর আগে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতায় দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেনেন্ট জেনারেল হেরজি হালেভি। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে লেখা এক চিঠিতে হালেভি ৬ মার্চ বাহিনী থেকে বিদায় চেয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। তার এ পদত্যাগের ঘোষণার কিছুক্ষণের মধ্যে আইডিএফের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেন। হালেভিকে লেখা এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানালেও কবে দায়িত্ব ছাড়ছেন তা স্পষ্ট করেননি। খবর বিডিনিউজের।

হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের ওই হামলায় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছিল বলে দাবি তেল আবিবের। সেসময় হামাস আড়াইশ জনকে জিম্মিও করেছিল। এর প্রত্যুত্তরে ইসরায়েল গাজায় ১৫ মাস ধরে তাণ্ডব চালায়, তাদের হামলায় প্রাণ গেছে প্রায় ৪৭ হাজার মানুষের।

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় রোববার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর দুদিনের মাথায় হাভেলি সোয়া এক বছর আগের ঘটনার দায়ভার নিয়ে পদত্যাগ করলেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করলেন ক্যাপিটল দাঙ্গায় দোষী একজন
পরবর্তী নিবন্ধট্রাম্পের শপথের পরদিনই ওয়াশিংটনে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক