১৯৯৭ সালে ঝরে পড়া সব শিশুদের নিয়ে যাত্রা শুরুর দিন থেকে নিরবচ্ছিন্ন সংগ্রাম এখনো অব্যাহত আছে। শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, শিশু সুরক্ষা ও নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের দল, স্ব-সংগঠন গুলো আজ প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। উপকারভোগীরা আজ নিজেদের অধিকারের কথা নিজেরাই বলতে পারছে। কর্মীদের অক্লান্ত পরিশ্রমের বদান্যতায় সাফল্যের সিঁড়ি বেয়ে জেএসইউএস এগিয়ে যাচ্ছে নিরন্তর গতিতে।
যেখানে স্বচ্ছতা ও জবাবদিহীতাই মূখ্য হয়ে জনগণের সঠিক আস্থাভাজন হতে পেরেছে। গতকাল রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইস্যুভিত্তিক প্রশিক্ষণ, কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা ও প্রকল্প উপস্থাপন ও প্রশ্নোত্তর নিয়ে বেসরকারি মানব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
জেএসইউএস সহকারী পরিচালক শহীদুল ইসলামের সঞ্চালনায় ও সাঈদুল আরেফীনের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করা হয়। বিকেলে সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত প্রকল্প ভিত্তিক উপস্থাপন, কেস স্টাডি তুলে ধরা, তথ্য উপাত্ত বিশ্লেষণ ও প্রশ্নোত্তর পর্বটিতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।
বক্তব্য রাখেন বিপুল বড়ুয়া, ছাবের আহমেদ, পান্নালাল বড়ুয়া, সালমা আক্তার, শিরিন আক্তার। বিভিন্ন সেশন কার্যক্রমে বক্তব্য রাখেন সংস্থার সহকারী সমন্বয়কারী মধু পুরোহিত, এডমিনিস্ট্রেটিভ ম্যানেজার শারমীন পারভীন, প্রোগ্রাম ম্যানেজার মুনজিলুর রহমান, মীর্জা বদরুল ইসলাম বেগ, আম্বিয়া খাতুন, প্রভাষ চন্দ্র রায়, মোহাম্মদ রুবেল। প্রেস বিজ্ঞপ্তি।