যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কর্মী অবহিতকরণ সভা

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

অপরাজেয় বাংলাদেশের সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে বাস্তবায়নরত পারায়ণ প্রকল্পের কর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীনের সঞ্চালনায় এবং নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে গত ১৫ মে সকাল ১১টায় গুণাগরী কলেজ সড়কস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অনধিক তিন বছর মেয়াদী প্রকল্পটি সম্পর্কে নির্বাহী পরিচালক কর্মীদের উদ্দেশে সম্যক ধারণা তুলে ধরেন।

গত এপ্রিল থেকে সূচিত এ প্রকল্পের আওতায় বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, সরল, বাহারছড়া, কালিপুর, বৈলছড়ি, কাথরিয়া, জলদীস্থ বাঁশখালী পৌরসভা এলাকা, চট্টগ্রাম শহরের ২০ নম্বর দেওয়ানবাজার, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন এলাকায় নারীর প্রতি সহিংসতা রোধে উঠান বৈঠক, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা, কমিউনিটি ডায়লগ, নারী মুক্তি সঙ্গী দল গঠন, মিডিয়া ক্যাম্পেইন, জাতীয় ও নারী উন্নয়ন নীতি পর্যালোচনাসহ তৃণমূল পর্যায়ের অসহায় দুস্থ, অবহেলিত ও নির্যাতিত নারীদের জীবন মান উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সংশ্লিষ্টা বিষয়াদীর ওপর আলোকপাত করেন প্রকল্পের হিসাব রক্ষণ কর্মকর্তা সংস্থার সহকারী সমন্বয়কারী মধুপুরোহিত, বাঁশখালী শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ্বাস ও প্রকল্পের এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন। এ ব্যাপারে জেএসইউএস নির্বাহী পরিচালক কর্মীদের আগামীদিনের পরিকল্পনা সাজাতে অনুরোধ জানান এবং সঠিকভাবে কার্য সম্পাদনে মনোনিবেশ করতে পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদ জীবিকার বিকল্প পথ সৃষ্টি করেছে : পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা
পরবর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে মাটির ঘর