যুক্তরাষ্ট্র দূতাবাসে মঈন খান, হাসের সঙ্গে বৈঠক

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। গতকাল সোমবার বিকাল ২টা ৪০ মিনিটে বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আবদুল মঈন খানের গাড়ি প্রবেশ করে। বিকাল ৪টায় দূতাবাস থেকে বেরিয়ে যায় তার গাড়ি। ওই সময়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। খবর বিডিনিউজের।

গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জনের পর এটি বিএনপির কোনো শীর্ষ স্থানীয় নেতার সঙ্গে বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূতের প্রথম সরাসরি সাক্ষাৎ। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পেজে দেওয়া পোস্টে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে দুই জনের ছবি দিয়ে বলা হয়েছে, গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ঢাকা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা হয়ে আমরা আনন্দিত। মঈন খান পরে গণমাধ্যমকে বলেন, পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপঙ্গুত্বের সুযোগ নিয়ে শতাধিক ব্যাটারি রিকশা চুরি
পরবর্তী নিবন্ধতিন দলে বিভক্ত হয়ে সাগরে ডাকাতি করে তারা