যুক্তরাষ্ট্রে ৯০ হাজার কোটি ডলারের কোভিড রিলিফ বিল পাস

ট্রাম্প বলছেন অপব্যয়

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১১:১৩ পূর্বাহ্ণ

সোমবার রাতে মার্কিন কংগ্রেসে পাস হওয়া কোভিড রিলিফ বিলকে ‘অপব্যয়’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কার্যকর হওয়ার জন্য এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। বিলটিকে ‘অযথা খরুচে’ বলেও মনে করেন তিনি। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় এ বিলকে ‘অসম্মানজনক’ ও ‘অপব্যয়’ বলে আখ্যায়িত করলেও প্রত্যেক মার্কিনীর জন্য মাথা পিছু বরাদ্দের হার বাড়ানোর জন্য তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্যাকেজে প্রত্যেক মার্কিনীর জন্য ৬০০ ডলার করে বরাদ্দ করা হয়েছে। এটা জনপ্রতি ২ হাজার ডলার করার আহ্বান জানান। খবর বিবিসি বাংলার।
বিলটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ৩৫৯-৫৩ ভোটে এবং সেনেটে ৯২-৬ ভোটে পাস হয়। যুক্তরাষ্ট্রে এর আগে কোভিড-১৯ এর জন্য যেসব আর্থিক প্রণোদনার ব্যবস্থা ছিল সেগুলোর বেশিরভাগের মেয়াদ এ মাসে শেষ হওয়ার কথা।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধঅ্যান্টার্টিকায়ও করোনা