যুক্তরাষ্ট্রে হামে দ্বিতীয় শিশুর মৃত্যু, আক্রান্ত ৬শ’ ছাড়িয়েছে

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে গত ফেব্রুয়ারিতে হামে এক শিশুর মৃত্যুর পর এবার দ্বিতীয় শিশুর মৃত্যু হয়েছে। অত্যন্ত সংক্রামক এই রোগ ছড়িয়ে গিয়ে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে আক্রান্তের সংখ্যা এবছর এখন পর্যন্ত ৬০০ পেরিয়ে গেছে। খবর বিডিনিউজের।

টেক্সাসে গত বৃহস্পতিবার মারা যাওয়া দ্বিতীয় শিশুটির বয়স ছিল আট বছর। টেক্সাসের ইউএমসি হেলথ সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট অ্যারন ডেভিস বিবিসিকে বলেন, স্কুলগামী এই শিশু হামের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিল।

তাকে হামের টিকা দেওয়া হয়নি এবং তার অন্তর্নিহিত কোনও স্বাস্থ্য সমস্যাও ছিল না। হামের প্রাদুর্ভাব মোকাবেলা নিয়ে সমালোচনার মুখে পড়া স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র রোববার টেক্সাস সফর করেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিতে এ বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত ৪৮০ জনেরও বেশি হাম আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, গত সপ্তাহের শুরুতে এ সংখ্যা ছিল ৪২০। প্রাদুর্ভাব ছড়িয়েছে প্রতিবেশী রাজ্যগুলোতেও।

ইউএমসি হেলথ সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনা(শিশু মৃত্যু)টিকাদানের গুরুত্ব তুলে ধরে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.১৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৪