যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ বিরোধী অনুভূতির বিরুদ্ধে লড়ার অঙ্গীকার ট্রাম্পের

| সোমবার , ৬ মে, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে তথাকথিত শ্বেতাঙ্গ বিরোধী অনুভূতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন ডনাল্ড ট্রাম্প। এতে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই ও মার্কিন জীবনে বৈচিত্র জোরদার করার জন্য তৈরি করা সরকারি ও কর্পোরেট কর্মসূচীগুলো যারা বাতিল করতে চায় ট্রাম্পের সেই মিত্ররা উজ্জীবিত হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান দলের প্রার্থী হওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কিছু উচ্চ পর্যায়ের সমর্থক বলেছেন, শ্রেণিকক্ষে, কর্মক্ষেত্রে এবং দাতব্য প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন বর্ণের মানুষদের সুরক্ষার নীতিগুলো শ্বেতাঙ্গদের অধিকার রক্ষার জন্যও প্রযোজ্য হওয়া উচিত। খবর বিডিনিউজের। মঙ্গলবার টাইমে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমার মনে হয় এই দেশে স্পষ্ট শ্বেতাঙ্গ বিরোধী একটি অনুভূতি আছে। খোলাখুলি বলছি, আমার মনে হয় না এটি নিয়ে কাজ করা কঠিন হবে। কিন্তু আমার মনে হয়, বর্তমানের আইনগুলো খুব অন্যায্য। সাক্ষাৎকারে ট্রাম্প শ্বেতাঙ্গ বিরোধী পক্ষপাতের কোনো উদাহরণ এবং এ বিষয়ে কোনো নীতি নির্দেশও করেননি বলে রয়টার্স জানিয়েছে। কিন্তু ট্রাম্পের প্রচারণা ওয়েবসাইটে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আর তার কিছু মিত্র ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হয়ে হোয়াইট হাউজে ফিরলে কী করতে হবে তার বিস্তারিত সুপারিশ তুলে ধরছেন। ট্রাম্পের একটি প্রস্তাব হচ্ছে, বিভিন্ন বর্ণের মানুষ, এলজিবিটিকিউ আমেরিকান এবং গ্রামীণ আমেরিকানরা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো ফেডারেল সংস্থাগুলো কর্মসূচীতে পর্যাপ্তভাবে অংশগ্রহণ করতে পারছে কিনা তা মূল্যায়ন করে দেখতে বাইডেনের দেওয়া নির্বাহী আদেশ উল্টে দেওয়া। নির্বাচনী প্রচারণা সমাবেশগুলোতে ট্রাম্প সমালোচনামূলক জাতি তত্ত্ব শিক্ষা দেওয়া স্কুলগুলো থেকে তহবিল প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৮.৪৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিশাল বিক্ষোভ