মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেখানে উচ্চ শিক্ষা নিতে যাওয়া রাউজানের এক শিক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম মুহিত ইসলাম (২২)। তিনি ছাত্রলীগের সাবেক নেতা রাউজান পৌরসদরের বাসিন্দা আবু মাসুদ আজাদের একমাত্র সন্তান। নিহতের স্বজনরা জানিয়েছেন গত ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের একটি সড়কে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরে এলাকায় শোকবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।