যুক্তরাষ্ট্রে ভোটের দিন ঘনাতেই ভোটার জালিয়াতির বিস্তর অভিযোগ

| সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

অনলাইনে ছড়িয়ে পড়া জালিয়াতি, অনিয়মের অভিযোগের যুক্তরাষ্ট্রে নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই গুজব, বিভ্রান্তিকর সব অভিযোগ এবং ভোটার ও ভোট জালিয়াতি নিয়ে সর্বৈব মিথ্যা অনলাইনে নজিরবিহীন মাত্রায় ছড়িয়ে পড়ছে। ভোটে কথিত অনিয়মের অভিযোগে একাট্টা করা শত শত ঘটনা ছড়াচ্ছে বিভিন্ন ব্যক্তিসহ স্বতন্ত্র ও রিপাবলিকানসমর্থক গোষ্ঠীগুলো। ডেমোক্র্যাটদের কাছ থেকেও অল্প সংখ্যক পোস্ট আসছে। অনলাইনে ছড়িয়ে পড়া জালিয়াতি, অনিয়মের অভিযোগের ঝড় নির্বাচনি কর্মকর্তাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খবর বিডিনিউজের।

মঙ্গলবার ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদেরকে গুজব মোকাবেলা করা এবং ভোটারদের আশ্বস্ত করতে হচ্ছে। প্রায় প্রতিটি ক্ষেত্রে অনলাইনের পোস্টগুলোতে রিপাবালিকান প্রার্থী ট্রাম্পের প্রচার শিবিরের মিথ্যা দাবিকে সমর্থন করা হচ্ছে। বলা হচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছিলেন।

এবার ৫ নভেম্বরের নির্বাচনে তাকে আবারও প্রতারণা করে পরাজিত করা হতে পারে। ২০২৪ সালের নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন কি না, জানতে চাওয়া হলে ডনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরে প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময় বলেছিলেন, যদি সুষ্ঠু ও বৈধ এবং ভাল নির্বাচন হয় তাহলে তিনি ফল মেনে নেবেন। সোমবার প্রকাশিত সিএনএনএসএসআরএসের জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প পরাজিত হলে ফল প্রত্যাখ্যান করবেন। চলতি সপ্তাহে ট্রাম্প নিজেই দোদুল্যমান রাজ্য পেনসিলভেইনিয়ায় ব্যাপক ভোটার জালিয়াতি হয়েছে বলে দাবি করেছেন। ট্রাম্প তার স্যোশাল মিডিয়ায় এক পোস্টে বলেন, আমরা তাদেরকে পেনসিলভেইনিয়ায় বিরাট আকারে চিটিং করতে দেখেছি। এজন্য তিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারও দাবি করেন। ট্রাম্পের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কর্মকর্তারা পেনসিলভেইনিয়ার তিনটি কাউন্টিতে আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে মিলে ভোটার রেজিস্ট্রেশন আবেদন এবং জালিয়াতির সম্ভাবনা খতিয়ে দেখতে কাজ করছেন বলে জানিয়েছেন।

বিবিসি জানায় তারা সামাজিক যোগাযোগমাধ্যম, ম্যাসেজ বোর্ডে এবং চ্যাট গ্রুপে নির্বাচনি জালিয়াতির শত শত অভিযোগ দেখেছে। এই পোস্টগুলোর মধ্যে কয়েকটি লাখ লাখ বার দেখা হয়েছে। পোস্টগুলো এই ইঙ্গিতই দেয় যে অনাগরিকদের পক্ষে ভোট দেওয়া সহজ।

ভোটিং মেশিন সম্পর্কে পোস্টগুলোতে মিথ্যা দাবি করা হয়েছে এবং ব্যালট গণনা প্রক্রিয়ায় অবিশ্বাসের বীজ বপন করা হয়েছে। জর্জিয়ায় সমপ্রতি আগত হাইতিয়ানদের ভোট দিতে দেখা যাওয়ার দাবি করা হয়েছে একটি ভিডিওতে। বিবিসি মিথ্যা ঠিকানা এবং স্টক ফটোসহ স্পষ্ট ইঙ্গিত পেয়েছে যে ভিডিওটি ভুয়া।

শুক্রবার এক মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এটি রাশিয়ানদের দিয়ে তৈরি করা হয়েছে। এমন আরও কিছু ভুয়া পোস্টও আছে। বিশেষজ্ঞরা উদ্বিগ্ন যে, নির্বাচনের ঠিক দুদিন আগে এমন মিথ্যা, ভ্রান্ত তথ্যের প্রচারে নির্বাচনের ফল নিয়ে মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমারা গেলো বিশ্বের সবচেয়ে বড় বন্দি কুমির বয়স ১১০ বছরের বেশি
পরবর্তী নিবন্ধবিশ্বজোড়া তরিক্বতের কালজয়ী পথিকৃৎ খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ)