যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা বাংলাদেশি খুন

তার বাড়ি চট্টগ্রামের বিবিরহাটে

| মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ভাড়াটিয়ার হাতে এক বাড়িওয়ালা বাংলাদেশি খুন হয়েছেন। নিহত প্রবাসীর নাম মোহাম্মদ একরামুল হক (৫৬)। চট্টগ্রামের বিবির হাটের সন্তান একরামুল ২৪ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। শনিবার রাতে সাউথ ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়ুডল্যান্ডে নিজ বাসায় মদ্যপ ভাড়াটিয়ার হাতে খুন হন তিনি। খবর বিডিনিউজের।

প্রতিবেশীদের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানায়, ওইরাতে বাসায় ফিরে একরামুল দেখতে পান তার স্প্যানিশ ভাড়াটিয়া কার্লোস মদ পান করে মাতলামি করছে। একরামুল তাকে শান্ত করার চেষ্টা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে কার্লোস হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে একরামুলের মাথায় আঘাত করে। এ অবস্থায় প্রতিবেশীরা জরুরি নাম্বারে পুলিশকে খবর দেয় এবং আহত অবস্থায় একরামুলকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা একরামুলকে মৃত ঘোষণা করেন। হত্যার অভিযোগে কার্লোসকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। একরামুলের লাশ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। পেনসিলভেনিয়ায় চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ খোরশান জানান, একরামুল ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হুইল চেয়ার বহনকারীদের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। বাংলাদেশে তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পরিবারের সঙ্গে পরামর্শ করে লাশ দাফনের ব্যবস্থা করা হবে। একরামুল যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন এবং ওয়ার্ক পারমিট ছিল। তবে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পাওয়ার আশায় এতো বছর দেশে আসেননি।

পূর্ববর্তী নিবন্ধকষ্টার্জিত বিজয়ের মালা কর্মীদের পরিয়ে দিতে আমি এসেছি
পরবর্তী নিবন্ধএই শীতে অসহায়দের পাশে থাকা উচিত : শিক্ষামন্ত্রী নওফেল