যুক্তরাষ্ট্রে প্রথম টিকা পেলেন কৃষ্ণাঙ্গ নার্স

| মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে প্রথম দফায় কোভিড-১৯ এর টিকা দেওয়া শুরু হয়েছে। নিউ ইয়র্কের ‘লং আইল্যান্ড জিউইস মেডিকেল সেন্টার’ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এক কৃষ্ণাঙ্গ নার্সকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
গতকাল সোমবার নার্স স্যান্ড্রা লিন্ডসেকে টিকা দেওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং তা সরাসরি নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর টুইটার ফিডে দেখানো হয়। খবর বিডিনিউজের।
টিকা নেওয়ার পর লিন্ডসে বলেছেন, ‘এই টিকা নেওয়াটা অন্য কোনও টিকা নেওয়ার থেকে আলাদা কিছু মনে হয়নি। আশা করি এটি আমাদের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটি সময়ের সমাপ্তির সূচনা করবে। আমি মানুষের আস্থা বাড়াতে চাই, বলতে চাই এই টিকা নিরাপদ। আমরা একটি মহামারীর মধ্যে আছি এবং আমাদের সবাইকে নিজ নিজ কাজ করে যেতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের তরুন রাব্বির দারুন ব্যাটিং ফাইনালের আশা জিইয়ে রাখল ঢাকা
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলার পূর্ব উপকূলে ১৪ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ