যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স ও টিম ওয়ালজ মঙ্গলবার নিউ ইয়র্কে বিতর্কে মুখোমুখি হয়েছেন। রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওহাইওর সিনেটর জে ডি ভ্যান্স ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের মধ্যে এই বিতর্ক আয়োজন করেছিল সিবিএস নেটওয়ার্ক। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটিই বড় নেতাদের শেষবারের মতো মুখোমুখি বিতর্ক। তাই কমলা ও ট্রাম্পের দুই রানিং মেটের বিতর্ক দেখতে এখন মুখিয়ে ছিল জনগণ। দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীই নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন। কথার লড়াইয়েও একে অন্যকে ঘায়েল করছেন। খবর বিডিনিউজের।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্র্যাটদের আক্রমণ করেছেন ৪০ বছর বয়সী ভ্যান্স। অন্যদিকে ট্রাম্প এবং ভ্যান্সকে ছেড়ে কথা বলেননি কমলা হ্যারিসের রানিং মেট ওয়ালজও। তিনি ভ্যান্সের অতীত মন্তব্য এবং অভিবাসীদের নিয়ে ভুয়া দাবির প্রসঙ্গ টেনে কথা বলেন। অন্যদিকে জেডি ভ্যান্স চ্যালেঞ্জ জানান হ্যারিস এবং বাইডেনের নীতিকে। বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মধ্যপ্রাচ্য সংকট, অভিবাসন, কর, গর্ভপাত, জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন। ভ্যান্স প্রশ্ন ছুড়ে দেন, কমলা হ্যারিস কেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে ভাইস প্র্রেসিডেন্ট হিসেবে মুদ্রাস্ফীতি, অভিবাসন ও অর্থনীতির দিকে নজর দেননি। আবার ওয়ালজ ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, তিনি কোটিপতিদেরই কেবল অগ্রাধিকার দিয়েছিলেন এবং ক্ষমতায় থাকাকালে অভিবাসনে তেমন কিছু করতে পারেননি। তবে দুই প্রার্থী ওইসব বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য রাখলেও খুব বেশি ব্যক্তিগত আক্রমণ করেননি।