যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

কোভিড-১৯

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে একদিনে কোভিড-১৯ জনিত সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে, মারা গেছে ৩ হাজার ৫৪ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে কোনো দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এর আগে ৭ মে দেশটিতে একদিনে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছিল, সেদিন ২ হাজার ৭৬৯ জন মারা গিয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধচ্যাঙই-৫ চন্দ্র অভিযানের যে নারীকে নিয়ে চীনে মাতামাতি
পরবর্তী নিবন্ধফ্রান্সে ইসলামী চরমপন্থাকে টার্গেট করে মন্ত্রিসভায় আইন পাস