যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়াল ২ কোটি

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি থামানোই যাচ্ছে না। শুক্রবার দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। এদিকে টিকাদান কার্যক্রম নির্ধারিত লক্ষ্যের চেয়ে অনেকটা পিছিয়ে থাকায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা হচ্ছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্র সরকার ২০২০ সালের মধ্যে দেশটির দুই কোটি মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু বাস্তবতা তার থেকে অনেক বেশি ভিন্ন। শুক্রবার নতুন বছরের প্রথম দিন পর্যন্ত দেশটির মাত্র ২৮ লাখ মানুষকে কোভিড-১৯ এর টিকার দুই ডোজের প্রথমটি দেওয়া সম্ভব হয়েছে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিংহোমের বাসিন্দা এবং কর্মীদের শুরুতে কোভিড-১৯ এর টিকা দেওয়া হচ্ছে।
দেশটিতে এক লাখ ২৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। যুক্তরাষ্ট্রের মধ্যে এখন ক্যালিফোর্নিয়ায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যু সব থেকে বেশি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ১১৮তম জন্মদিন উদযাপন সবচেয়ে বয়স্ক নারীর
পরবর্তী নিবন্ধট্রাম্পের ভেটো অগ্রাহ্য করে সিনেটে প্রতিরক্ষা বিল পাস