যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ইস্ট হলিউডে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এক চলন্ত গাড়ির আঘাতে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে সান্তা মনিকা বুলেভার্ডে ঘটানটি ঘটেছে বলে লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগের বরাতে জানিয়েছে রয়টার্স। খবর বিডিনিউজের।
দমকল বিভাগ জানিয়েছে, অজ্ঞাত গাড়িটির আঘাতে আহতদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক এবং আরও আটজনের আঘাত গুরুতর। এলএএফডি ওয়েস্ট সান্তা মনিকা বুলেভার্ডের যে স্থানটিতে ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করেছে সেটি একটি মিউজিক ভেন্যু, জানিয়েছে সিএনএন।
উদ্ধারকারীরা সিএনএনকে জানিয়েছেন, ১০ থেকে ১৫ জন সামান্য থেকে মাঝারি ধরনের জখম হলেও আট থেকে ১০ জনের আঘাত গুরুতর আর ‘অন্তত’ চার থেকে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।
দমকলের উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি দুর্ঘটনা না ইচ্ছাকৃত, গাড়ির চালককে আটক করা হয়েছে কি না, এসব বিষয়ে গণমাধ্যম তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি।