যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি সই করতে ইউক্রেন প্রস্তুত নয় : জেলেনস্কি

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি করতে তার দেশ এখনও প্রস্তুত নয়। খবর বিডিনিউজের।

চুক্তিতে কিয়েভের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার বিধান নেই বলে জানান তিনি। তিনটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছ থেকে ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ খনিজের মালিকানা চায়। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গত বুধবার কিয়েভ সফরের সময় একটি খসড়া চুক্তি উপস্থাপন করেছিলেন। তবে বেসেন্টের দেওয়া প্রস্তাবটি সই করতে অস্বীকৃতি জানান জেলেনস্কি। তিনি বলেন, প্রস্তাবটি তার পড়ে দেখা এবং এটি নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দিয়ে যাওয়ার বিনিময়ে দেশটির কাছ থেকে বিরল খনিজ সম্পদ চেয়েছিলেন এবং একটি চুক্তি করারও আগ্রহ প্রকাশ করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও তাতে চটজলদি সাড়া দিয়েছিলেন। তবে তার শর্ত ছিল, এর জন্য যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের আলাপও হয়।

পূর্ববর্তী নিবন্ধআরও ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধদেশ বাঁচাতে সব বৈধ : ট্রাম্প