যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টিটোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় আসরে খেলার সুযোগ এসেছে সাকিব আল হাসানের সামনে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিকপক্ষের দল লস অ্যাঞ্জেলেস। নাইট রাইডার্সের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সাকিবকে লস অ্যাঞ্জেলেসে নেওয়ার কথা জানানো হয়েছে। সেখানে এই অলরাউন্ডারকে দলে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা। ‘নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১২ এবং ২০১৪ সালে আমাদের দুটি শিরোপা জয়ের মৌসুমসহ বিভিন্ন পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের হয়ে তাকে পার্পল অ্যান্ড গোল্ড জার্সিতে দেখার জন্য তর সইছে না।’ ২০২৩ সালে এমএলসিএর প্রথম আসরে তলানিতে ছিল লস অ্যাঞ্জেলেস। ওই দল থেকে সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, জেসন রয়, স্পেন্সার জনসন ও অ্যাডাম জ্যাম্পাকে ধরে রেখেছে তারা। এমএলসিএর আসছে আসরের প্লেয়ার ড্রাফট গত ২১ মার্চ অনুষ্ঠিত হয়। আগামী ১৬ জুন হবে অ্যাডিশনাল ড্রাফট। যেখানে থেকে দলগুলো তাদের স্কোয়াডের খালি জায়গাগুলো পূরণ করতে পারবে। আগামী ৫ জুলাই শুরু হবে টুর্নামেন্টটি। লস অ্যাঞ্জেলেস নিজেদের প্রথম ম্যাচ খেলবে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে। আসরের ফাইনাল মাঠে গড়াবে ২৯ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ শুরু আগস্টে, ১ম বিভাগ সেপ্টেম্বরে