যুক্তরাষ্ট্রের মিলবোর্নে মেয়র হচ্ছেন চট্টগ্রামের সন্তান

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের উত্থানের নতুন অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সংলগ্ন মিলবোর্ন বরোতে মেয়র পদে জয়ী হওয়ার মধ্য দিয়ে। কারণ, আসছে ১৮ মে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ডেমক্র্যাটিক পার্টির যে দুজন মাঠে নেমেছেন উভয়েই বাংলাদেশি-আমেরিকান। এ দুই প্রার্থী হলেন মো. নূরুল হাসান ও মাহাবুবুল তৈয়ব। নূরুল হাসান বর্তমানে মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট। অপরজন হলেন একই সিটির কাউন্সিলম্যান। উভয়েই চট্টগ্রামের সন্তান। খবর বিডিনিউজের।
প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হবেন তিনিই ‘প্রথম বাংলাদেশি মেয়র’ হবেন বলে মন্তব্য করেছেন পেনসিলভেনিয়ায় কমিউনিটি নেতা ইবরূল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘এ সিটিতে ভোটার সংখ্যা ৫৩০। এর মধ্য ৫০ জন রিপাবলিকান, বাকি সবাই ডেমক্র্যাট। অর্থাৎ ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন পাবার অর্থ হলো নির্বাচনে জয়ী হওয়া। এ সিটিতে প্রায় ১৪০ জন বাংলাদেশি ভোটার। আর প্রাইমারিতে এবারই কোন আমেরিকান অথবা ভিন্ন জাতি-গোষ্ঠির কেউ মেয়র পদে মাঠে নামেননি।’

পূর্ববর্তী নিবন্ধইউসিবির প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামেও স্মৃতিসৌধ হবে : জেলা প্রশাসক