যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী ডেব হাল্যান্ড

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

আমেরিকার আদিবাসীদের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন নিউ মেঙিকোর লাগুনা পুয়েবলো জাতির সদস্য ডেব হাল্যান্ড। সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ভোটাভুটিতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই ডেমোক্র্যাট সদস্যের মনোনয়ন নিশ্চিত হয়। খবর বিডিনিউজের।
এই প্রথম আদিবাসী কোনো আমেরিকান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করবেন। ২০১৮ সালে প্রথমবারের মতো যে দুই জন আদিবাসী নারী নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের সদস্য হয়েছেন হাল্যান্ড তাদের একজন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ১৮৩
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ার দিকে নজর দিলে ঘুম উড়িয়ে দেব