যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে হতে যাওয়া এ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ পাওয়া অন্য দুজন হলেন– দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল শনিবার বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য দিয়ে বলেছেন, শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণপত্র দিয়ে গেছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানটি হবে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।
২০২৪ সালের নভেম্বরে নির্বাচনে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড টাম্প। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদ শুরু হচ্ছে ২০ জানুয়ারি।