
ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু প্রস্তাব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মেনে নিয়েছেন এবং কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে সমঝোতায় পৌঁছতে যতবার প্রয়োজন, ততবার যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে বৈঠকে বসতে রাশিয়া প্রস্তুত রয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বুধবার এ কথা জানান। উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠক বুধবার ভোর পর্যন্ত গড়িয়েছিল। পরে ক্রেমলিনের এক সহকারী বলেন, বৈঠকে এখনও কোনো আপসরফা হয়নি। পুতিন কী যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছেন? এমন প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি ঠিক তা নয়। গত মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি মতবিনিময় হয়েছে। কিছু বিষয় গৃহীত হয়েছে, কিছু বিষয় গৃহীত হয়নি। কোনো আপোসে পৌঁছানোর পথ খোঁজার স্বাভাবিক কার্যপ্রক্রিয়া এমনই হয়। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের চেষ্টার জন্য রাশিয়া কৃতজ্ঞ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ক্রেমলিন নিয়মিত কোনো মন্তব্য করবে না। কারণ, প্রকাশ্য কোনো প্রচার এই প্রক্রিয়ার জন্য ফলপ্রসু হওয়ার সম্ভাবনা নেই। পেসকভ বলেন, এ মুহূর্তে বিশেষজ্ঞ পর্যায়ের কাজ চলছে। এ পর্যায়েই কিছু নির্দিষ্ট ফল অর্জিত হওয়া উচিত, যা পরে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগের ভিত্তি হবে। খবর বিডিনিউজের।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের ২৮ দফার একটি খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হওয়ায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা তখন অভিযোগ করে বলেছিল, এসব প্রস্তাব মস্কোর প্রধান দাবিগুলোর কাছে ইউক্রেনের আত্মসমর্পণ করার সামিল। এরপর ইউরোপীয় দেশগুলো পাল্টা আরেকটি শান্তি প্রস্তাব দেয়। সেটি নিয়ে জেনিভায় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা যুদ্ধ অবসানে একটি ‘হালনাগাদ করা ও পরিমার্জিত শান্তি কাঠামো’ তৈরি করেছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন এরপর মঙ্গলবার বলেন, ইউরোপীয়রা এমন কিছু প্রস্তাব তুলে ধরছে, যা রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। তারা এর মাধ্যমে শান্তি আলোচনা নস্যাৎ করার চেষ্টা করছে। উইটকফের সঙ্গে বৈঠকের পর পুতিনের পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, এর আগে মস্কো ২৭ দফার একটি প্রস্তাব পেয়েছিল। এরপর আরও চারটি অতিরিক্ত নথি হতে আসে যেগুলো নিয়ে উইটকফের সঙ্গে আলোচনা হয়েছে। পুতিন গত সপ্তাহে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রাথমিক প্রস্তাবগুলোকে চারটি ভাগে ভাগ করেছে।
তবে সেগুলোর সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।






