যুক্তরাষ্ট্রের এমা অ্যাওয়ার্ডে পুরস্কার জিতল ‘নিশি’

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘নিশি’। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে স্টুডেন্ট ক্যাটাগরিতে সিনেমাটি পুরস্কার পেয়েছে। খবর বিডিনিউজের।

নিশি’ যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। পুরস্কার প্রাপ্তির খবর জানিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫ তম আসরে পুরস্কার জিতেছে আমাদের ‘নিশি’। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি সিনেমা এই পুরস্কার অর্জন করল। এটা বাংলাছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। সিনেমায় আমি প্রাণ প্রকৃতির গল্প বলে যেতে চাই সব সময়। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস এঞ্জেলসে সিনেমাটির প্রদর্শনী হয় এবং সেখানেই এই পুরস্কার ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের চোখে মানবতার সৈনিক ইলিয়াস কাঞ্চন
পরবর্তী নিবন্ধগণায়ন নাট্য উৎসবের ৩য় দিনে ‘আমার আমি’ মঞ্চস্থ