যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির মুখে হুমকিতে তাইওয়ান

| বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:২৭ পূর্বাহ্ণ

তাইওয়ানের কাছে ২৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির নতুন প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্র বিক্রির মুখে তাইওয়ান প্রতিনিয়তই ‘কর্তৃত্ববাদী শক্তির’ কাছ থেকে সামরিক হুমকি পাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
তাইওয়ানকে চীন ‘নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে যারা আবার একত্রিত হবে’। তাইওয়ানের কাছে তাই যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। এর বর্ণনাতীত পাল্টা জবাবের হুমকিও দিয়েছে তারা। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাইওয়ানের গণতন্ত্রের দাবিতে আরও জোর সমর্থন জানাচ্ছে। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের অস্ত্র বিক্রির মোট ১১টি প্যাকেজ সই হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্র সরকার তাইওয়ানের কাছে নতুন একটি ‘ফিল্ড ইনফরমেশন কমিউনিকেশন্স সিস্টেম’ বিক্রির বিষয়টিও কংগ্রেসকে জানিয়েছে। এ বছর তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করেছে তার অর্থমূল্য পাঁচশ কোটি মার্কিন ডলার।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিরোধী জোটের এমপিদের পদত্যাগ