যুক্তরাজ্যে থাকা অবস্থায় প্রিন্স হ্যারি পুলিশি নিরাপত্তার জন্য এমনকী গাঁটের পয়সা খরচ করতে চাওয়ার পরও ব্রিটিশ স্বরাষ্ট্রদপ্তর তা মঞ্জুর করেনি। তাই সরকারের এ সিদ্ধান্ত পাল্টে পুলিশি সুরক্ষার জন্য অর্থ খরচের অনুমতি পেতে বিচারিক পর্যালোচনা চাইছেন হ্যারি।
সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছেন তিনি। স্বরাষ্ট্র দপ্তরকে ক’মাস আগে আইনি চিঠিও পাঠিয়েছেন হ্যারির আইনজীবীরা। এতদিন বিষয়টি নিয়ে কিছু শোনা না গেলেও এখন সামনে আসছে সে খবর।
হ্যারি প্রথম ২০২০ সালে নিজ খরচে ব্রিটেনে পুলিশি নিরাপত্তা পাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। এরপর ২০২১ সালে লন্ডনে একটি দাতব্য অনুষ্ঠান শেষে ফেরার পথে হ্যারির গাড়ি পাপারাজ্জিদের তাড়ার মুখে পড়ার পর সেপ্টেম্বরে তিনি নিজ খরচে সুরক্ষা পাওয়ার বিষয়টির বিচারিক পর্যালোচনার দাবি জানান। এর মধ্য দিয়ে প্রথম সরকারের বিরুদ্ধে হ্যারির আইনি ব্যবস্থার পথে হাঁটার বহিঃপ্রকাশ ঘটে। খবর বিডিনিউজের।
এখন আইনি প্রক্রিয়া এগিয়ে গেলে হ্যারি হাই কোর্টে সরকারি মন্ত্রীদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়বেন।